ভারত-পাকিস্তানকে নিয়ে ধোঁয়াশায় আইসিসি

মাথাভাঙ্গা মনিটর: ভারত-পাকিস্তান তিক্ত সম্পর্কের জন্য আইসিসির টেস্ট ও ওয়ানডে লিগ আটকে আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে হুমকি দিয়েছে বিসিসিআই যদি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয় তাহলেই তারা নতুন লিগের চুক্তিতে সই করবে।৯টি দেশ আইসিসির টেস্ট লিগে খেলবে। আর ১৩টি দেশ খেলবে একদিনের লিগে। এই লিগে ভারত এবং পাকিস্তানেরও খেলার কথা। কিন্তু পাকিস্তান বোর্ড জানিয়ে দিয়েছে, লিগের বাইরে যে ৮ মাস ফাঁকা থাকবে তাতে তাদের সঙ্গে ভারতকে খেলতে হবে। তা না হলে তারা লিগে খেলতে রাজি নয়।আইসিসিও আশা করছে এই সমস্যার সমাধান হবে। যদিও বিসিসিআই এখনো কোনো উত্তর দেয়নি। ফলে জট কাটবে কি না তা নিয়ে কিন্তু ধোঁয়াশাই থাকল।