মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডে ছয় দিনব্যাপি বিক্ষোভের মুখেও আগাম কোনো নির্বাচন দেয়ার সম্ভাবনা নাকচ করেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। থাইল্যান্ড পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের জন্য যথেষ্ট শান্ত নয়। বিক্ষোভকারীরা একের পর এক সরকারের মন্ত্রণালয়গুলো দখল করে নিতে থাকলেও তাদের বিরুদ্ধে কোনো শক্তি ব্যবহারের নির্দেশ দেবেন না বলেও জানান ইংলাক। গতকাল শুক্রবার আন্দোলনকারীরা রাজধানী ব্যাংককে গেট ভেঙে সেনা সদরদপ্তরে ঢুকে বিক্ষোভ করার পর ইংলাক একথা বলেন। থাইল্যান্ডে ২০১১ সালের সাধারণ নির্বাচনে পুয়ে থাই পার্টির জয়লাভের মধ্যদিয়ে দেশের প্রধানমন্ত্রী হন ইংলাক। তিনি বলেন, নতুন করে নির্বাচন দিলেও যে বিক্ষোভকারীরা সন্তুষ্ট হবে সে নিশ্চয়তা নেই। দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ জানিয়ে ইংলাক বলেন, দেশের জন্য একটি জিনিসই তার দরকার, আর তা হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষিত রাখা।