টিপ্পনী

খবর: (অবরোধ : ৭১ ঘণ্টায় নিহত ২২)

 

মানুষ পুড়ে যাচ্ছে মারা

উঠছে না হুঁশ তার,

কার?

গদির লোভে বিভোর এখন

নেই মমতা যার!

 

বাসে আগুন ঘরে আগুন

জ্বালায় আগুন দেশে

কে সে?

সব ক্ষমতা নিয়ে যে লোক

আছে বীরের বেশে।

 

বাঁচাও এ দেশ বাঁচাও এ দেশ

বলছে সবাই তাকে

কাকে,

গদি ছেড়েও লজ্জা ভুলে

যে গদিতে থাকে!

 

-আহাদ আলী মোল্লা