জীবননগরে এমপি টগরের জন্মদিন পালন করলো ছাত্রলীগ

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের ৫৩তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ এ জন্মদিন পালনের আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ অফিসে জন্মদিনের কেক কাটেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। কেক কাটা শেষে এমপি হাজি আলী আজগার টগরের দীর্ঘজীবন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। কেক কাটা শেষে এমপি হাজি আলী আজগার টগরের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সহসভাপতি বজলুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, যুবলীগ নেতা সালাহউদ্দীন কবীর, এসএ এম শরিফুল ইসলাম ছোটবাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা ও নাজমুল আলম মানিক।

Leave a comment