নিখিলের পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি
বদরগঞ্জ ব্যুরো: ঝিনাইদহের হরিণাকুণ্ডুর হিঙ্গারপাড়ার সংলগ্ন খালপাড়ার সিট-কাপড় ব্যবসায়ী নিখিল কুমার হালদার (৫০) চুয়াডাঙ্গা সদরের মর্তুজাপুর হিঙ্গারপাড়া কুঠির মাঠ এলাকা থেকে অপহরণের একদিন পার হলেও উদ্ধার হননি। তবে পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিখিলকে অপহরণের পরই অপহরণকারীরা বিভিন্ন সময়ে মোবাইলফোনে মোটা অঙ্কের টাকা চাঁদাদাবি করছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নিখিল হালদারের পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। অপহরণকারীদের সাথে নিখিলের পরিবারের মুক্তিপণের বিষয়ে কথা হচ্ছে বলে শোনা যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে সাংবাদিকদের কাছে নিখিল হালদারের পরিবারের লোকজন মুক্তিপণ দেয়ার বিষয়ে মুখ খুলছে না। গত ২৭ নভেম্বর ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামের খালপাড়ার নিরাময় হালদারের ছেলে নিখিল হালদার চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ হাটে কাপড় বেচাকেনা করে রাত অনুমানিক ৭টার দিকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি মর্তুজাপুর-হিঙ্গারপাড়া কুঠিপাড়া নামকস্থানে পৌঁছুলে অস্ত্রধারীরা তাকে অপহরণ করে। পরে এলাকাবাসী ও সিন্দুয়া ক্যাম্প পুলিশ যৌথভাবে কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর, শিবপুরসহ এলাকার আশপাশে উদ্ধার অভিযান চালায়। এ ব্যাপারের সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. মফিজুর রহমান বলেন, আমরা গত বুধবার রাত থেকে অভিযান চালিয়ে যাচ্ছি।