কার্পাসডাঙ্গার কুতুবপুরে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ : বাড়িঘর ভাঙচুর : মামলা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। দুপক্ষই দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে গতপরশু দুপুর ১টায় উপজেলার কুতুবপুর গ্রামের মাঝপাড়ায় স্থানীয় একটি এনজিও কিস্তির টাকা চাইতে যান সুরাত বগার ছেলে নজু ভাণ্ডারির বাড়িতে। নজু ভাণ্ডারির স্ত্রী শাহিনুর খাতুনের কাছে এনজিও কর্মীরা কিস্তির টাকা চাইলে তিনি বলেন আমার তো কোনো ঋন নেই। ঋন আছে আমার ভাগ্নের তাই টাকা তার কাছে চান। এ কথা পাশের বাড়ির মালিক সুলতানের ছেলে অজু ভাণ্ডারি শুনতে পেলে সে বাজে মন্তব্য করলে তাদের মাঝে কথাকাটাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ভেতর সংঘর্ষ বেধে যায়। এ সময় অজু গং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া নেই। সংঘর্ষের সময় নজুর ছেলে মামুনকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। মামুনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষ শেষ হতে না হতেই কিছুক্ষণ পরে উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে নজু ভাণ্ডারি জানান আমার ছেলেকে যেভাবে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রদিয়ে কুপিয়েছে সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আমার বাড়িতে একটি বাউলের আস্তানা আছে সেটাও ভাঙচুর করেছে। ঘরে থাকা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে এবং ঘরে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এদিকে অজুর কাছে জানতে চাইলে তিনি জানান আমার বাড়িতে নজু গং হামলা চালিয়ে আমার আমার বাড়িঘর ভাঙচুর করেছে। আমার ছেলে আতিকুলকে আহত করেছে। মারামারি ও ভাঙচুরের ঘটনায় দামুড়হুদা মডেল থানায় উভয় পক্ষই পৃথক পৃথক ৫ জনের নামে মামলা করেছেন।

Leave a comment