স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়ার মনোয়ার হোসেন ইন্তেকাল কলেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। গতরাত সোয়া ৯টার দিকে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মনোয়ার হোসেন ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বেলগাছির মৃত আব্দুস সোবান বিশ্বাসের ছেলে মনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তিনি পদ্মবিলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। আজ শুক্রবার বাদ জুম্মা জানাজা জান্নাতুল মওলা কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মনোয়ার হোসেন স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। ছেলে মারুফ হাসান পলাশ একসময় দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পিতার মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা পরিবার শোক প্রকাশ করেছে এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।