কোটচাঁদপুর পৌরসভার উপ-নির্বাচনে জাফর ইকবাল বিজয়ী

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর পৌরসভার চার নং ওয়ার্ডে গতকাল বুধবার উৎসবমুখর পরিবেশে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফর ইকবাল শান্তিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন। তিনি উটপাখী মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ১ হাজার ১শ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী হোসেন আলী পানির বোতল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১ গাহার ১০ ভোট পেয়েছেন। তিন মাস আগে এই ওয়ার্ডের কাউন্সিলর পৌর আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ইন্তেকাল করলে পদটি শূন্য হয়। উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের আয়োজনের কোনো ঘাটতি ছিলোনা। ভোটারদের মধ্যেও ছিলো উৎসবের আমেজ।