কেন্দ্রীয় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের সাথে মেহেরপুর জেলা আইনজীবি সমিতির মতবিনিময়

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর জেলা আইনজীবি সমিতি। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবি সমিতির সম্মেলন কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা অইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মকলেসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার সাহেব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বার কাউন্সিলের রোল অ্যান্ড পাবলিবেশন কমিটির চেয়ারম্যান ইয়াহিয়া, আইনজীবি সমিতির সাবেক সভাপতি খন্দকার একরামূল হক হীরা। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান।

জেলা আদালতের অতিরিক্ত পিপি কাজি শহিদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পি.পি অ্যাড. পল্লব ভট্রাচার্য, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক পিপি অ্যাড. মিয়াজান আলী, আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন, সাবেক সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইয়ারুল ইসলাম, অ্যাড. ইব্রাহীম শাহীন, অ্যাড. কামরুল হাসান, অ্যাড. নজরুল ইসলাম, জেলা জজ কোর্টের জি.পি অ্যাড শাহাজান আলী প্রমুখ। এ সময় সেখানে জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কানাই প্রমুখ উপস্থিত ছিলেন।