রোনালদোর ফেরার দিনেও জিদানের দুঃখ

মাথাভাঙ্গা মনিটর: পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো স্প্যানিশ ফুটবলে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। তাই লা লিগায় প্রথম তিনটি ম্যাচই খেলতে পারেননি। সে কারণে শেষ দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে। স্পেনে খেলার উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হলেও ইউরোপিয়ান ক্লাবগুলোর লড়াইয়ে অবশ্য রোনালদোর খেলায় সমস্যা নেই| আপোয়েল নিকোশিয়ারসম বিপক্ষে গতকাল বুধবার রাতের ম্যাচে তাই রোনালদো ফিরতে প্রস্তুত। এরপরও জিনেদিন জিদানের জন্য দুঃখ হয়ে থাকলো দুর্দান্ত ফর্মে থাকা মার্কো আসেনসিওর চোট। চোট পাওয়ায় মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি চলতি মরসুমে ছয় ম্যাচে চার গোল করা আসেনসিও। পরে সংবাদ সম্মেলনে তাকে ছাড়াই আপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেন জিনেদিন জিদান। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের প্রাক্কালে গতি শনিবার লেভান্তের বিপক্ষে খেলার সময় করিম বেনজেমা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। এই স্ট্রাইকারকে অন্তত এক মাস মাঠের বাইরে কাটাতে হবে।