দেশের টুকরো

কোচিং বাণিজ্য নোট বই বন্ধে আইন হচ্ছে

স্টাফ রিপোর্টার: কোচিং বাণিজ্য এবং নোট বা গাইড বই বন্ধে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবেন না। কোনো নোট বা গাইড বই চলবে না। এগুলো বন্ধে আইন তৈরি করা হচ্ছে। এর সাথে জড়িত কেউই ছাড় পাবে না। গতকাল বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, খুলনা অঞ্চল আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মান ও নৈতিকতার উন্নয়ন এবং জঙ্গিবাদ বিরোধী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার ইতোমধ্যে দেশে জঙ্গিবাদ বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছে। আর যাতে দেশে জঙ্গিবাদ না আসতে পারে এজন্য শিক্ষক-অভিভাবকসহ সকলকে সর্তক থাকতে হবে ও এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সরকারি চাকরি পেলেন সেই সিদ্দিকুর

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে পরীক্ষার সময়সূচির দাবিতে আন্দোলনে পুলিশের টিয়ার শেলের আঘাতে দৃষ্টিশক্তি হারানো তিতুমীর সরকারি কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে সরকারি প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে টেলিফোন অপারেটর পদে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ অক্টোবর সিদ্দিকুর রহমান কর্মস্থলে যোগদান করবেন। গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিদ্দিকুরের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর আগে দৃষ্টিশক্তি হারানোর কারণে সিদ্দিকুর রহমানকে সরকারি চাকরির আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী।

ঢাবিতে কাল থেকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের অধীনে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে। লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ। গ-ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ৯৫৪ জন। একই শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৩ হাজার ৪৭৬ জন। মোবাইল ফোনসহ কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস পরীক্ষার হলে নেয়া যাবে না। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে একথা বলা হয় । ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.du.ac.bd/) থেকে জানা যাবে।

বিটিভির ওই অনুষ্ঠানের প্রযোজকের বিরুদ্ধে মামলা করবো

স্টাফ রিপোর্টার: নিজের গান অন্য শিল্পীর নামে যাওয়ায় বেশ চটেছেন জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী। সেটা আবার যেনতেন শিল্পীর নামে নয়, দেশের বরেণ্য গায়িকা রুনা লায়লার নামে। এটা করে স্বয়ং রুনা লায়লাকেই অপমান করা হয়েছে বলেও জানিয়েছেন সামিনা চৌধুরী। এবারের ঈদে বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটির গায়িকার জায়গায় নাম দেয়া হয়েছে রুনা লায়লার। মূলত সেজন্য ক্ষেপে গিয়েছেন এই গায়িকা। সামিনা চৌধুরী বলেন, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি কে গেয়েছেন তা ছোট বাচ্চাও জানে। সেখানে বাংলাদেশ টেলিভিশন কিভাবে এমন কাণ্ডজ্ঞানহীনের মতো আচরণ করে! বিটিভির ঈদ আনন্দমেলায় আমার গাওয়া গান রুনা আপার (রুনা লায়লা) নামে চালিয়ে দেয়া হলো! এতো দুর্বল গবেষণা! এখানে তো রুনা আপাকেও ছোট করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের এমন আচরণ স্বপ্নেও ভাবিনি। একবার দুঃখ প্রকাশও করেনি। তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিটিভির ওই অনুষ্ঠানের প্রযোজকের বিরুদ্ধে মামলা করবো। আমি যখন কোনো প্রতিষ্ঠানের একটি পদে আছি তখন কিন্তু আমার দায়িত্ব তথ্য যাচাই-বাছাই করা। আজ এটা আমার ক্ষেত্রে ঘটেছে, ভবিষ্যতে অন্যদের বেলায়ও ঘটতে পারে।