জীবন যুদ্ধে হার মানলেন ক্রিকেটার রবিউল

স্টাফ রিপোর্টার: প্রতিভা ছিলো দুর্দান্ত। হয়তো বেঁচে থাকলে একদিন তাকেও দেখা যেত লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে। কল্পনার রাজ্যে সেসব স্বপ্ন বুনে অনেকদূর যাওয়া যাবে। কিন্তু বাস্তবে জীবনযুদ্ধে হার মেনে চলে গেছেন ওপারে। বলা হচ্ছে কুমিল্লার ক্রিকেটার রবিউল আলমের কথা। খেলা দিয়ে আলোচনায় আসার আগেই শিরোনাম হয়েছিলেন অসুস্থতার কারণে। ২০১৬ সালের আগস্টে অনুশীলনের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে জানা যায়, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে রবিউলের। একই বছর ডিসেম্বরে ভারতেও চিকিৎসা করানো হয় তাকে।

শেষ পর্যন্ত একটি কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করাতে গিয়ে সাহায্যের জন্য হাত বাড়াতে হয় রবিউলের পরিবারকে। তাই চিকিৎসার খরচ মেটাতে গত বছর ডিসেম্বরে গণমাধ্যমের শিরোনাম হতে হয়েছিলো রবিউলকে। বিভিন্ন মহল থেকে সহযোগিতা পেয়ে অনেকটা সেরেও ওঠেছিলেন রবিউল। গত জুনে মোহাম্মদপুরের সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাই কুমিল্লায় বাড়িতে নেয়া হয় তাকে।

তবে নিয়তি তাকে স্বাভাবিক জীবনে ফিরতে দেননি। ঈদুল আজহার কয়েকদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। গত বৃহস্পতিবার তাকে ফের ভর্তি করা হয় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে। শেষ পর্যন্ত রক্তে সংক্রমণে ভুগে গত মঙ্গলবার বিকেলে জীবনযুদ্ধে হার মেনেছেন রবিউল।

ক্রিকেট ক্যারিয়ারে সবে সামনে আসার পালা ছিলো রবিউলের। কুমিল্লা জেলা প্রিমিয়ার লিগে ২০১৫ সালে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ‘পেসার হান্টে’ কুমিল্লা অঞ্চলের সেরা বোলার হন। খেলার সম্ভাবনা জেগেছিলো বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। তবে পরবর্তী গন্তব্য নির্ধারণের পূর্বেই চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে।