মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত নকআউট ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার আশরাফপুর একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় আশরাফপুর একাদশ ২-০ গোলে সদর উপজেলার কলাইডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী আশরাফপুর একাদশের সোহেল প্রথমার্ধে একটি ও সেলিম দ্বিতীয়ার্ধে অপর গোলটি করে। খেলা পরিচালনা করেন মিন্টু এবং সহযোগিতা করেন লিটন ও লাল্টু। ধারাভাষ্য দেন তারেক ও রুমেল। পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম ও বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলসহ বহুদর্শক খেলাটি উপভোগ করেন।