ঝনিাইদহ প্রতনিধি: কন্দ্রেীয় বএিনপরি সহ-সাংস্কৃতকি সম্পাদক জনপ্রয়ি কণ্ঠশল্পিী মনরি খান ঝনিাইদহ-৩ (কোটচাঁদপুর-মহশেপুর) আসনে নর্বিাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছনে। ঈদ পরর্বতী বশে কয়কেদনি ধরে তনিি কোটচাঁদপুর-মহশেপুররে থানা, পৌর, ইউনয়িন ও ওর্য়াডসহ র্সবস্তররে মানুষরে সাথে দখো, কুশল বনিমিয় অব্যাহত রখেছেনে।
সইে সময় তার সাথে ছলিনে উপজলো বএিনপরি সহসভাপতি ও সাবকে চয়োরম্যান আবুল কাসমে সদ্দার, উপজলো বএিনপরি সাধারণ সম্পাদক মহউিদ্দনি মহ।ি পৌর বএিনপরি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও বএিনপি নতো মহদিুল ইসলাম শান্তসিহ সকল র্পযায়রে নতোর্কমী।
কন্ঠশল্পিী মনরি খান বলনে, যে দশেে সুষ্ঠ গণতন্ত্র থাকে না। সইে দশেরে সাধারণ মানুষরে ভাগ্যরে পরর্বিতন করা অসম্ভব। আজ বএিনপরি প্রত্যকে নতোর্কমীকে জুলুম, নর্যিাতন সহ্য করে দনি যাপন করতে হচ্ছ।ে এই যায়গা থকেে মুক্ত করবার জন্য দশেে সুষ্ঠ নর্বিাচন করার প্রয়োজন। আমি গানরে মানুষ আর এই গানরে মাধ্যমইে আপনাদরে সবো করে যতেে চাই। আমি সব সময় মহশেপুর-কোটচাঁদপুরবাসীর পাশে আছ।ি আগামীদনিওে থাকবো। তাই আগামী সংসদ নর্বিাচনে বএিনপি যাতে সরকার গঠন করতে পারে সইে জন্য সকলরে দোয়ার্প্রাথনা ও সর্মথন দরকার। অপরদকিে ঝনিাইদহ-৪(সদররে একাংশ-কালীগঞ্জ) আসনে নর্বিাচনী গণসংযোগ চালাচ্ছনে কন্দ্রেীয় ছাত্রদলরে যুগ্ম সাধারণ সম্পাদক বএিম নাজমি মাহমুদ। তনিি ইতোমধ্যে উপজলোর রায়গ্রাম, নয়িামতপুর, বারোবাজার, কাষ্টভাংগা, রাখালগাছসিহ বভিন্নি ইউনয়িনরে বাজারগুলতিে বএিনপি নতোর্কমী ও সাধারণ মানুষরে সাথে কুশল বনিমিয় ও পথসভা করনে। দল মনোনয়ন দলিে এই আসনে বপিুল ভোটে জয়লাভ করবনে বলে তনিি আশাবাদ ব্যক্ত করনে।