মাথাভাঙ্গা মনিটর: ভারতের মুম্বাই থেকে পতিতাবৃত্তির কবল থেকে উদ্ধার করা হয়েছে দু বাংলাদেশি কিশোরীকে। খদ্দেরের সহযোগিতায় এদেরকে উদ্ধার করে থানে রুরাল পুলিশ। পুলিশ বলেছে, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিলো, পরে তাদেরকে জোর করেই এ পেশায় আসতে বাধ্য করেছে মোহাম্মদ আখতার ইরাকি নামের ২৭ বছরের এক যুবক। থানে রুরাল পুলিশের মানবপাচার বিরোধী সেল একটি এনজিও এবং ওই খদ্দেরের যৌথ অভিযানে তাকেও গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ থেকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি ১৬ এবং ১৭ বছর বয়সী দু কিশোরীকে ভারত নিয়ে গিয়েছিলো। ওই ব্যক্তির সাথে আগে থেকেই ইরাকির যোগসাজশ ছিলো। ভারতের সীমান্ত থেকে সেই দু কিশোরীকে গ্রহণ করে মুম্বাই নিয়ে যায়। ইরাকি এরপর দু কিশোরীর প্রত্যেককে ৫০ হাজার রুপির বিনিময়ে এক এজেন্টের কাছে বিক্রি করে দেয়। থানে রুরাল পুলিশের সহকারী ইন্সপেক্টর অতুল আহের বলেছেন, ইরাকি কুরলায় এক এজেন্টের কাছে দু কিশোরীকে বিক্রি করে দেয়। সেখানে তাদেরকে কিছুদিন রাখা হয়। পরে তাদেরকে কামাথিপুরার পতিতালয়ে নিয়ে যাওয়া হয়। দেশে ফেরতের প্রক্রিয়া শূরু হয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরতে পারবে তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।