মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাষি পর্যায়ে ডাল, তৈল বীজ উতপাদনের প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বীজ রাখা পাত্র ও বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম উপস্থিত থেকে ওই সব উপকরণ বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।