দর্শনা কেরুজ চিনিকলের এমডি আরশাদ হোসেনের পদোন্নতি
দর্শনা অফিস: কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন পদোন্নতি পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে যোগদান করেছেন। নবাগত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন এনায়েত হোসেন। দেশের ঐহিত্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৫ সালের ১৫ মার্চ যোগদান করেন এবিএম আরশাদ হোসেন। আড়াই বছরের বেশী সময় কেরুজ চিনিকলে দায়িত্ব পালন শেষে সম্প্রতি তিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। ফলে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কেরুজ চিনিকল ত্যাগ করে করপোরেশনের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এদিকে ঠাকুরগাঁও চিনিকল থেকে বদলি হয়ে দর্শনা কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন এনায়েত হোসেন। বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনার পাশাপাশি নবগত ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেনকেও অভ্যার্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন মিলের কর্মকর্তারা ও শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, মিলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) মতিউল্লাহ, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) ফিদাহ হাসান বাদশা, ব্যবস্থাপক (সম্প্রসারণ) গিয়াস উদ্দিন, সহব্যবস্থাপক (প্রশাসন) আকরাম হোসেন শিকদার, সহব্যবস্থাপক (পরিবহন) ইউসুফ আলী, উপব্যবস্থাপক (বানিজ্য) শেখ শাহবুদ্দিন প্রমুখ। উল্লেখ্য, নবাগত ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেন প্রায় ৮ বছর আগে কেরুজ চিনিকলের ডিসিএমই পদে দায়িত্ব পালন করেছেন। এবার এ মিলের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বভার গ্রহণ করলেন।