প্রাথমিক শিক্ষায় খুলনা বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব লড়াই আজ

চুয়াডাঙ্গা জেলার সেরা জনেরা লড়বেন অন্য ৯ জেলার সেরাদের সাথে
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে জেলা পর্যায়ের নির্বাচিত শিক্ষক-শিক্ষিকাসহ ১২টি ক্যাটাগরির শ্রেষ্ঠরা এখন খুলনায়। আজ মঙ্গলবার বেলা ১০টায় খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠরা বাছাইয়ে প্রথম স্থান অধিকারীরা অংশ নেবেন জাতীয় পর্যায়ে। প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার শ্রেষ্ঠরা অংশগ্রহণ করছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক কার্যালয়সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় ১২টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। শ্রেষ্ঠ শিক্ষক জীবননগর উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, শ্রেষ্ঠ শিক্ষিকা দামুড়হুদার উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় জীবননগর সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সমাজকর্মী কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, শ্রেষ্ঠ কাবশিক্ষক এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিনা আক্তার ও শ্রেষ্ঠ কর্মচারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মন্ময় নাথ রায়। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবননগরের মোস্তাফিজুর রহমান ও শ্রেষ্ঠ কাবশিশু আলমডাঙ্গা কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আদনান মাহমুদ সিফাত। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দামুড়হুদার রফিকুল হাসান ও শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান দামুড়হুদার আজিজুর রহমান। ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে জীবননগরের উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিভাগীয় পর্যায়ে অংশ নিতে নিজ উদ্যোগে শ্রেষ্ঠরা যাবেন। এর আগে বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা জেলার মানুষেরা অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা ফজলে রহমান জানান, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ছোট জেলার শ্রেষ্ঠরা নির্বাচিত হবে না, এমনটি ভুল ধারণা। প্রতিভা থাকলে কাউকে আটকে রাখা যাবে না। সাংস্কৃতিক অঙ্গনে আলমডাঙ্গার শিশু শিল্পী রজনী খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে দেশ সেরা হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। প্রতিযোগিতা নিরপেক্ষ করতে বিভাগীয় কমিশনার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আলাদা আলাদা কমিটি গঠন করেছেন।