মাথাভাঙ্গা মনিটর: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। তাই সেই দলের সঙ্গে বাংলাদেশের কিশোরীদের লড়াইটা যে কঠিন হবে সেটা মাথায় ছিলো। তবে হয়তো এতোটা বিধ্বস্ত হবে ধারণা ছিলো না। গতকাল সোমবার থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে গতকাল সোমবার প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশের কিশোরী দল। উত্তর কোরিয়ার পক্ষে ফরোয়ার্ড কিং কিয়ং ইয়ং একাই করেন পাঁচ গোল। এছাড়া রি সিও জিয়ং দুটি গোল করেছে। একটি করে গোল কিম উন উকে ও উন জি হুয়ার।
গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ জাপান। আর ১৭ সেপ্টেম্বর শেষ ম্যাচ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।