স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার চুয়াডাঙ্গায় আসছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী মন্ত্রীর সফরসূচি অনুযায়ী জানা গেছে- আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের আভ্যন্তরীণ ফ্লাইটে যশোর বিমানবন্দনের পৌঁছাবেন প্রতিমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে সরাসরি চুয়াডাঙ্গা নবনির্মিত স্টেডিয়াম ও যুব প্রশ্ক্ষিণ কেন্দ্র পুনঃপরিদর্শন ও নামফলক স্থাপন করবেন। এরপর চুয়াডাঙ্গা সার্কিট হাউজে বিশ্রাম শেষে ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। এ দুটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে পুনরায় কাজের অগ্রগতি গুণগত মান দেখার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী আবারও চুয়াডাঙ্গায় আসছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার চুয়াডাঙ্গায় এসেছিলেন প্রতিষ্ঠান দুটির কাজের অগ্রগতি দেখার জন্য।