লর্ডসে বোলারদের দাপট

মাথাভাঙ্গা মনিটর: বৃষ্টির দাপটে লর্ডস টেস্টে প্রথম দিন ১১ ওভার কম হলো। সেই বৃষ্টি আসার আগেই অবশ্য আরেক বৃষ্টি দেখেন দর্শকরা; প্রথম দিন পতন হয়েছে ১৪ উইকেট। উইকেট বৃষ্টির দিনে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন বেন স্টোকস। ২২ রানে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছেন ১২৩ রানে। জবাবে স্বস্তিতে নেই ইংল্যান্ডও। ৪ উইকেটে ৪৬ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইল হোপকে হারায় অতিথিরা। ৪৯৭ উইকেট নিয়ে খেলতে নামা জেমস অ্যান্ডারসন দুই উইকেট নিয়ে দাঁড়ান পাঁচশ উইকেটের দোরগোড়ায়। তবে মাইলফলক ছোঁয়ার পথে আপাতত তাকে অপেক্ষায় রেখেছেন স্টোকস ও টোবি রোল্যান্ড জোন্স। পেস সহায়ক উইকেটে বোলারদের দারুণ বোলিংয়ের মধ্যে ৫৬ রানের চমৎকার এক জুটি গড়েন কাইরন পাওয়েল ও শাই হোপ। হোপকে ফিরিয়ে জুটি ভাঙেন রোল্যান্ড-জোন্স। পরে বিদায় করেন জার্মেইন ব্ল্যাকউডকে। মাঝখানে ফিরতি ক্যাচ নিয়ে পাওয়েলকে ফেরান স্টোকস। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের বাকি অংশটুকুতে রাজত্ব করেছেন অলরাউন্ডার স্টোকস। তার দারুণ বোলিংয়ে সামনে টিকতেই পারেনি অতিথিদের পরের ব্যাটসম্যানরা। মাত্র ২৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় জেসন হোল্ডারের দল। অধিনায়ক হোল্ডার ও কেমার রোচের দারুণ বোলিংয়ে স্বস্তিতে নেই ইংল্যান্ডও। পেস সহায়ক কন্ডিশনে তাদের চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৪ রানের মধ্যে ফিরেছেন অ্যালেস্টার কুক, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলি ও অধিনায়ক জো রুট। এর মধ্যে কেবল কুকই গেছেন দুই অঙ্কে। ডাভিড মালান ও স্টোকসের ব্যাটে প্রতিরোধ গড়েছে ইংল্যান্ড। দুই ব্যাটসম্যানই অপরাজিত ১৩ রানে।  রোচ ফিরিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুক ও স্টোনম্যানকে। হোল্ডারের শিকার ওয়েস্টলি ও রুট।

Leave a comment