আলমডাঙ্গা ব্যুরো: আসামির হুমকিধামকিতে হাসপাতাল ছেড়েছে গয়না চুরির অভিযোগ তুলে সারারাত ধরে নির্যাতন করে স্ট্যাম্পে লিখিত স্বীকারোক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়া স্কুলছাত্র হারদীর তামিম। নির্যাতনের স্বীকার স্কুলছাত্রের পিতা বাদী হয়ে গতপরশু আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালালে ক্ষিপ্ত হয়ে আসামিরা তামিমকে হাসপাতালে গিয়ে নানা হুমকি-ধামকি দেয় বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় নির্যাতনের শিকার স্কুলছাত্রের পিতা বুধবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ আসামিদের আটক করতে গত বুধবার রাতে অভিযান পরিচালনা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে আসামিরা। তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন স্কুলছাত্র তামিমকে নানা হুমকি-ধামকি দিয়ে আসে।