রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন তুর্কি ফার্স্ট লেডি
স্টাফ রিপোর্টার: মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে দেখা করতে বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের স্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। গতকাল বুধবার দেশটির উপ প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু এ কথা জানিয়েছেন। তুর্কি ফার্স্ট লেডি আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রীর এএইচএম মাহমুদ আলীর সাথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এমিনে এরদোয়ান।
নরসিংদীতে বিদ্যুতস্পৃষ্টে ৬ শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যুতস্পৃষ্টে ৬ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার গোকুল নগর গ্রামে লালমিয়া ফিলিং স্টেশনে পাশে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার চরচাতলা এলাকার ওবাইদুল্লা মিয়ার ছেলে বকতর হোসেন (১৮) একই গ্রামের মুতদুদ মিয়ার ছেলে আবুল ফাজেল (৩৫), বিজয়নগর উপজেলার মিরা সানি গ্রামের আব্দুল রহিমের ছেলে হাকিম (৫০), ভৈরব উপজেলার কমলপুর এলাকার টিটু মিয়ার ছেলে আউয়াল (২০), একই উপজেলার কালীপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে কাওসার (৩০) এবং রায়পুরা উপজেলার রাধানগর গ্রামের শাহজাহান মুন্সির ছেলে জাকারিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, লালমিয়া ফিলিং স্টেশনের পাশে একটি ঘর তৈরি করছে তাবাসুম মোটর সার্ভিসিং লি.। ঘরটির চালায় কাজ করার জন্য শ্রমিকরা বিকেলে একটি লোহার ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছিলেন। ট্রলিটি নেয়ার সময় সেটির সাথে থাকা লোহার মই পল্লী বিদ্যুতের তারের সাথে লেগে যায়। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। আহত এক শ্রমিককে ভৈরব হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।
ঢাবিতে প্রাধ্যক্ষদের পদত্যাগ নিয়ে ধূম্রজাল
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি হলের প্রাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রক্টর পদত্যাগ করেছেন। গতকাল বুধবার দুপুর থেকেই শোনা যাচ্ছিলো এ ধরনের গুঞ্জন। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ লংঘন করে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষামন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদে ওই শিক্ষকরা পদত্যাগ করেন বলে শোনা যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানিয়েছেন, তিনি কোনো পদত্যাগপত্র পাননি। এছাড়া কয়েক ধরনের তথ্য পাওয়া গেছে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রাধ্যক্ষদের বক্তব্যে। ফলে বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, আমি কোনো পদত্যাগপত্র পাইনি। এ বিষয়ে কিছু বলতে পারছি না। অন্যদিকে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গত ৪ তারিখ তারা আমার কাছে অব্যাহতি চেয়েছেন। তারা বলেছেন, কাজ করতে তারা আগ্রহী নন। যেভাবে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেয়া হলো তা ১৯৭৩-এর বিশ্ববিদ্যালয় আদেশের লঙ্ঘন এবং শিক্ষামন্ত্রীর দ্বৈতাচারের প্রতিবাদে তারা আর কাজ করতে আগ্রহী নন বলে জানান। পরবর্তী সময়ে আমি তাদের বলেছি অব্যাহতিপত্র গ্রহণ করা হবে না। আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বার্থে কাজ চালিয়ে যাবেন।’ অধ্যাপক আরেফিন সিদ্দিকের দাবি, প্রায় সবকটি হলের প্রাধ্যক্ষ ও প্রক্টর জানিয়েছেন, তারা কাজ করতে আগ্রহী নন।