মাথাভাঙ্গা মনিটর: চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে বলে ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যকার দুই টেস্ট সিরিজের একটি ম্যাচ হবে দিবা-রাত্রির।
লঙ্কান বোর্ডের এক কর্মকর্তা বলেন আবুধাবি, দুবাই এবং শারজাহতে শ্রীলঙ্কা পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। নিরাপত্তা বিষয়ে সবুজ সঙ্কেত পেলে একটি টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে বলেও জানান ওই কর্মকর্তা। পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে ওই কর্মকর্তা জানান সংযুক্ত আরব আমিরাতের মাটিতে একটি হবে শ্রীলঙ্কার প্রথম দিবা-রাত্রির টেস্ট।
২০০৯ সালে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট খেলুড়ে দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত থাকে। তবে হামলা হওয়া সত্ত্বেও আট বছর পর সেই শ্রীলঙ্কাই গত মাসে দলের পাকিস্তান সফর অনুমোদন দেয়। তিনটি টি-টেয়েন্টি ম্যাচই নিজ মাঠে আয়োজনের আশা করছে পাকিস্তান।