সুজন সভাপতি আবু বকর সাধারণ সম্পাদক নির্বাচিত
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ঐতিহ্যবাহী পাইলট হাইস্কুলের ১৯৯৮ সালের এসএসসির ব্যাচের ছাত্ররা দামুড়হুদা পাইলট হাইস্কুল-৯৮ (ডিপিএইচএস) নামকরণের মধ্যদিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদার শিবনগরস্থ ডিসি ইকোপার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ অরাজনৈতিক ওই সংগঠনের যাত্রা শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রয়াত শিক্ষক ও ৯৮ ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীগণ সংগঠনের উদ্দেশ্য ও কর্মপরিধি নিয়ে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কমর্পরিধি ও গঠনতন্ত্র নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অতঃপর জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। দামুড়হুদার কৃতীসন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী এখলাছ উদ্দীন সুজনকে কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবুবক্কর সিদ্দিককে সাধারণ স¤পাদক মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- দামুড়হুদার অপর কৃতীসন্তান সিনিয়র সহকারী জজ এনামুল হক শিমুলকে সহসভাপতি, ঢাকাস্থ কলাবাগান লেক সার্কাস গার্লস স্কুলের বিএসসি শিক্ষক আয়াতুল্লাহ খোমেনীকে যুগ্মস¤পাদক, নাভানা কনস্ট্রাকশনের প্রজেক্ট অ্যাকাউটেন্ট জহির উদ্দিনকে সাংগঠনিক স¤পাদক, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মোজাম্মেল শিশিরকে প্রচার স¤পাদক, দামুড়হুদা লুৎফুন্নেসা এতিমখান ও হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কামরুজ্জামানকে দফতর স¤পাদক, ফার্স্ট ট্রেড বাংলাদেশ ঢাকার পরিচালক শাহজাহান আলীকে অর্থ স¤পাদক এবং দামুড়হুদার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও রঘুনাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দীনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। শেষে নবগঠিত কমিটি নি¤েœাক্ত সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেন। সগঠনের নামে কল্যাণ তহবিল গঠন, তহবিল থেকে দামুড়হুদা পাইলট হাইস্কুলের গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানের ব্যবস্থাকরণ, সংগঠনের ব্যানারে আগামী বছর দামুড়হুদা পাইলট হাইস্কুলের ১০৫ বছর পূর্তি উদযাপনের ব্যবস্থাকরণ, স্কুলের প্রয়াত শিক্ষকগণ ও ৯৮ ব্যাচের প্রয়াত ছাত্রদের স্মৃতির উদ্দেশে স্কুলপ্রাঙ্গণে বৃক্ষরোপণ, এতিম সন্তানদের শিক্ষার সুব্যবস্থাকরণ, শিক্ষিত বেকার যুবকদের আউটসোর্সিঙের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, দামুড়হুদা সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভাশেষে সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সদ্য প্রয়াত ৯৮ ব্যাচের ছাত্র নতুন হাউলি গ্রামের শমসের আলীর অসহায় পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। সবশেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে সভাপতি ৯৮ ব্যাচের সকল ছাত্রকে সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দামুড়হুদার উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।