চুয়াডাঙ্গা ২ নির্বাচনী এলাকায় যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ২ আসনের বিভিন্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসম্পাদক হাশেম রেজা ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়সহ বিরতিহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে দুপুরের পর থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা এলাকার পরানপুর, রিফুজী কলোনী, কলেজ মোড়, চটকাতলা, পুরাতন বাজার, শ্যামপুর, জয়নগর, ঈশ্বরচন্দ্রপুর, মোহাম্মদপুর, আজমপুর, হাজিপাড়া, বাসষ্ট্যান্ড, দক্ষিণ চাদপুর, হঠাৎপাড়া, আনোয়ারপুর, কেরু মিলপাড়া, বাজারপাড়া, সুইপার কলোনী, আমতলাপাড়া, দর্শনা বাজার, থানাপাড়া, ইসলাম বাজার, পাঠানপাড়া, শান্তিপাড়া, মোবারক পাড়া, মেমেনগর, রামনগর, করিমপুর, মেমেনগর দাসপাড়া ও বাগদী পাড়ায় ব্যাপক গণসংযোগ ও বেশ কয়েকটি পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা হাজি মফিজ উদ্দীন, মোহাম্মদ ইসমাইল, শরীফুল ইসলাম মিন্টু, সাংবাদিক আজাদ হোসেন, জিল্লুর রহমান, মনিরুল ইসলাম, সাব্বির হুসাইন, মিয়াজী খান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, রিপন, লিটন, রঞ্জুসহ শতাধীক দলীয় নেতাকর্মী।
শনিবার ও রোবাবার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরের পর থেকে গভীর রাত অবধী তিনি দামুড়হুদা উপজেলা শহরসহ মোক্তারপুর, চিৎলা, দেউলী, পুড়াপাড়া, কোষাঘাটা, উজিরপুর, ফকিরপাড়া এবং জীবননগর উপজেলা শহরসহ আন্দুলবাড়িয়া, হাসাদহ ও রায়পুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের বটতলাবাজার, হিজলগাড়ী বাজার, বড়শলুয়া, ছোটশলুয়া, খাড়াগোদা বাজার, তিতুদহ, গ্রীসনগর বাজার, ৬২ আড়িয়া, নুরুল্লাহপুর, বেগমপুর ও উথলী এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
সোমবার তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, নাটুদহ, নতিপোতা, জুড়ানপুর, বিষ্ণুপুর, ইউনিয়নের চন্দ্রবাস, জগন্নাথপুর, কানাইডাঙ্গা, নাটুদহ, আটকবর, কুনিয়া চাঁদপুর, জুড়ানপুর, বিষ্ণুপুর, ইব্রাহিমপুর, কলাবাড়ি, রামনগর, মজলিশপুর, বেড়বাড়ি, দলকা, লক্ষীপুর, হেমায়েতপুর, চারুলিয়া, ছুটিপুর, নতিপোতা, ভগিরথপুরসহ বেশ কিছু গ্রাম ও জনপদে গণসংযোগ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সমসাময়িক রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলীয় মনোনয়ন, এলাকার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।