মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পৃথক ঘটনায় দু নারীর করুণ মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর-চৌগাছা সড়কের বেলেমাঠ নামক স্থানে রাস্তা ক্রসিং করার সময় মোটরসাইকেল চাপায় উপজেলার হুদাশ্রীরামপুর গ্রামের মৃত বদর উদ্দীনের স্ত্রী রাহাতন নেছা (৮৫) ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই যশোর রেফার করে দেয়। যশোরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাহাতন নেছার মৃত্যু হয়। অপরদিকে মঙ্গলবার বিকেলে উপজেলা ফতেপুর ইউনিয়নের চাদপুর গ্রামে আব্দুস সাত্তারের স্ত্রী রহিমা খাতুনের সাপের কামড়ে মৃত্যু হয়। পরিবারের লোকজন স্থানীয় কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক করে এবং কবিরাজের কথা মত বাঁধন খুলে দিলে অবস্থার বেগতিক দেখে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।