ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার মশিউর আটক
দর্শনা অফিস: দর্শনাসহ আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছেন বিজিবি ও র্যাব সদস্যরা। ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার মশিউর নামের অভিযুক্ত মাদক কারবারীকে আটক করেছেন র্যাব সদস্যরা। নিমতলা বিজিবি সদস্যরা ফেনসিডিল উদ্ধার করতে পারলেও কোনো মাদককারবারীকে আটক করতে পারেনি, তবে ৩ জনের বিরুদ্ধে দায়ের করেছে মামলা। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে র্যাবের একটি দল মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আলোচিত আকন্দবাড়িয়া গ্রামে। র্যাব সদস্যরা আকন্দবাড়িয়ার মিজানুর রহমানের ছেলে মশিউর রহমানকে (২৩) আটক করেন। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে- আটককৃত মশিউরের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৪ বোতল ফেনসিডিল। এ ঘটনায় ডিএডি আলী হোসেন বাদী হয়ে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় আটককৃত মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে ভোর ৫টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক শমসের আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান, দর্শনা পৌর শহরের জয়নগর বিএসপি সড়কে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে- এ সময় ৩ সদস্যের একটি মাদককারবারীচক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেন ১৬০ বোতল ফেনসিডিল। নায়েক শমসের বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার পালাতক আসামিরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের আ. জলিলের ছেলে উজ্জল হোসেন (২৮), আকন্দবাড়িয়ার দিলবার হোসেনের ছেলে লালু মিয়া (৩২) ও সানোয়ার হোসেনের ছেল রানা মিয়া (৩২)।
দর্শনায় র্যাব-বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান
