আলমডাঙ্গা ব্যুরো: বলেশ্বরপুর যুবলীগ অফিস ভাঙচুর মামলায় আলমডাঙ্গা রাধিকাগঞ্জের বিএনপিকর্মী চান্দুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে আলমডাঙ্গা শহরের রাধিকাঞ্জপাড়ার ভ্যানচালক আব্দুলের ছেলে বিএনপিকর্মী চান্দুকে তার বাড়ির নিকটবর্তী রেললাইনের পাশ থেকে আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করে। চান্দুর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ ছিলো না। তারপরও পুলিশের চাহিদা মাফিক অর্থের জোগান দিতে না পারায় পুলিশ ক্ষুব্ধ হয়ে দরিদ্র চান্দুকে উপজেলার একেবারে শেষপ্রান্তে অবস্থিত বলেশ্বরপুর যুবলীগ অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার অভিযোগ উঠেছে।