মৃত ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগ

দামুড়হুদার জুড়ানপুর ইউপি মেম্বারের বিরুদ্ধে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ৩নং ওয়ার্ড সদস্য বিষ্ণুপুর গ্রামের মোজাফফর মেম্বারের বিরুদ্ধে মৃত ব্যক্তির বয়স্কভাতার টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা ওই মোজাফফর মেম্বারকে ঝাটাপেটা করতে গেলে টাকা ফেরত দিতে বাধ্য হয়। ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাঠপাড়ার মৃত মোতালেব আলীর ছেলে স্বার্থক আলী (৭৫) গত ৮ আগস্ট মারা যান। তার মৃত্যুর খবরটি বেমালুম চেপে গিয়ে ইউপি সদস্য মোজাফফর হোসেন এক সপ্তাহ আগে লোক সাজিয়ে কৃষি ব্যাংক থেকে মৃত স্বার্থক আলীর নামে বরাদ্দকৃত বয়স্ক ভাতার ৩ হাজার টাকা গোপনে উঠিয়ে নেয়। গত সোমবার বিষয়টি জানতে পেরে মৃত স্বার্থক আলীর স্ত্রী রাবেয়া খাতুনসহ পরিবারের লোকজন মেম্বারের কাছে যান এবং টাকা চাইলে মোজাফফর মেম্বার ভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায় মৃত স্বার্থক আলীর স্ত্রী রাবেয়া খাতুনসহ পরিবারের সদস্যরা ইউপি সদস্য মোজাফফর হোসেনকে ঝাটাপেটা করতে গেলে মোজাফফর মেম্বার অবস্থা বেগতিক দেখে টাকা ফেরত দিয়ে দেয় এবং বিষয়টি জানাজানি করতে নিষেধ করেন। মৃত ব্যক্তির নামে টাকা উঠিয়ে আত্মসাতের চেষ্টার ঘটনায় ইউপি সদস্য মোজাফফর হোসেনকে ধিক্কার জানিয়েছেন এলাকার সচেতনমহল।