খাসকররা সড়কে চারাতলা মাঠে গাছ ফেলে ডাকাতি

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ খাসকররা সড়কে চারাতলা নামকস্থানে মাঠের গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতপরশু সোমবার রাতে ট্রাক ড্রাইভার ও আলমসাধু চালকসহ যাত্রীদের ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে লুটপাট করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কালিভাণ্ডারদহ গ্রামের সুকরো মালতের ছেলে ট্রাক ড্রাইভার লালন মিয়া গত সোমবার রাতে আলমডাঙ্গা থেকে সরোজগঞ্জে আসার পথে চারাতলা মাঠে পৌঁছুলে ডাকাতদল সড়কে গাছ ফেলে বেরিকেড দেয়। এ সময় ড্রাইভার লালনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৩ হাজার টাকা, মোবাইল ও তার হেলপারের কাছ থেকে একটি মোবাইল লুটপাট করে। এই বিষয়ে ট্রাক ড্রাইভার লালন বলেন, ডাকাত দল রাস্তায় বাবলা গাছের লগ ফেলে গাড়ি থামিয়ে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে কাছে থাকা মালিকের ১৩ হাজার টাকা মোবাইল ও আমার হেলপারের একটি মোবাইল কেড়ে নেয়। তবে ডাকাত দলরা প্রায় ৮ থেকে ১০ জন হবে। সবাই মুখোশ পরা হাফপ্যান্ট পরা ছিলো। এদিকে নাম না জানায় এক আলমসাধু সরোজগঞ্জ বাজার থেকে ৩ জন যাত্রী নিয়ে তিয়রবিলায় যাওয়ার পথে একই জায়গায় ডাকাতির কবলে পড়ে। এই বিষয়ে সুম্ভনগর ক্যাম্পের ইনচার্জ এএসআই আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিলো। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে সড়ক থেকে গাছ উদ্ধার করি। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।