স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ক্রিকেট লিগে গতকাল বৃষ্টি বিঘ্নিত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচের মাঝপথে বেরসিক বৃষ্টি হানা দিলেও তা স্থায়ী না হওয়ায় শেষ-মেষ ম্যাচটি সম্পন্ন হয়। এ ম্যাচে চুয়াডাঙ্গা ক্রিকেট একাডেমি ৪২ রানে হারায় সুপারস্টার ক্রিকেট একাডেমিকে। দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ও উল্কা ক্রিকেট একাডেমি। তবে টসের আগেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি স্থায়ী না হওয়ায় টস সেরে খেলা শুরু করে উভয় দল। ২ ওভারে যখন ১৩ রান তখন আবারো মুষলধারে বৃষ্টি শুরু হয়। পৌনে ১ ঘণ্টা অপেক্ষা ও মাঠ পরিচর্চার পর যখন আবারো খেলা শুরু হলো আরো ২ ওভার খেলা হতে না হতেই আবারো বৃষ্টি বাঁধসাধে। ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সংগ্রহ যখন ২৪ রান বৃষ্টিজনিত কারণে দু-আম্পায়ার তখন খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে উভয় দলকে ১-১ পয়েন্ট করে ভাগ করে দেয়া হয়। গতকালের ম্যাচ দুটি পরিচালনা করেন আব্দুল মালেক, দেলোয়ার হোসেন দিলু ও এসডি রাসেল। আজ একই মাঠে আলমডাঙ্গা ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে আরবিসিএ একাডেমির এবং চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে চুয়াডাঙ্গা ক্রিকেট একাডেমির বিপক্ষে।