চোখ বুজে

আহাদ আলী মোল্লা

মিয়ানমারের রাখাইনে কাঁদছে মানবতা
ভাল্লাগে না এখন অমুক নেতার বড় কথা
ভাল্লাগে না সুচির কথা
তার যত কু-রুচির কথা
ঘাতক পিচাশ ডায়নি খুনি নিদয় নিঠুর পাষাণ
নারী শিশু বৃদ্ধ যুবার লাশ নদীতে ভাসান।

তিনিই আবার নোবেল পেলেন শান্তিতে
তাই তো বেজায় ভ্রমে আছি; আছি অনেক ভ্রান্তিতে
দিচ্ছি খুলে তার আকামের ভা-
দেখুন কেমন কা-
নৃশংসতা ধ্বংসলীলা খুন নিপীড়ন হত্যা
বর্বরতা আতঙ্ক ভয় কোথায় নিরাপত্তা?

হাতের মুঠোয় জান
কোথায় যাবে আরাকানের লাখো মুসলমান
পেছন দিকে গুলি বোমা; সামনে বর্ডার রুদ্ধ
মজা দেখে হাসে হাজার লাল পোশাকি বুদ্ধ।

বাস্তুহারা নিরীহ ওই রোহিঙ্গারা কান্দে
তাদের ধরে আর্মি পুলিশ গাছে ঝোলাই; বান্ধে
গুলি চালায় বুকে ওদের মারছে খুঁজে খুঁজে
বিশ্ব তবু কী নির্বিকার রয়েছে চোখ বুজে!

সূত্র: ( রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন)