মেহেরপুর অফিস: মেহেরপুর-মুজিবনগর সড়কে সদর উপজেলার বন্দর পিটিআই’র কাছে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক লেবারসহ ৪ জন আহত হয়েছে। মারাত্মক আহত লেজুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুর শহরের বড়বাজার এলাকার একটি কাঁচামালের দোকানের কর্মচারী সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের রেজাউল হকের ছেলে লেজুসহ (৩০) ৪ সাইকেল আরোহী মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলো। রাত সাড়ে ৮টার দিকে তারা বন্দর নির্মাণাধীন পিটিআই’র কাছে পৌঁছুলে আগে থেকে ওত পেতে থাকা ৮/১০ জনের একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে। ওই সময় ছিনতাইকারীরা লেজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার সাইকেল ও নগদ প্রায় ৩ হাজার টাকা কেড়ে নেয়। একই সময় ছিনতাইকারীরা সদর উপজেলা আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের কাউছার আলীর ছেলে রবি, আব্দুর রাজ্জাকের ছেলে শাহার আলী ও শাহাদত আলীর ছেলে মন্টুকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে বন্দর ও চকশ্যামনগর গ্রামের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই শরজিৎ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।