হরিণাকুণ্ডুর হিঙ্গারপাড়ার কাপড় ব্যবসায়ী নিখিল অপহৃত

 

বদরগঞ্জ প্রতিনিধি: হরিণাকুণ্ডুর হিঙ্গারপাড়ার কাপড় ব্যবসায়ী নিখিল কুমারকে অপহরণ করা হয়েছে। চুয়াডাঙ্গার মর্তুজাপুর-হিঙ্গারপাড়ার মধ্যিমাঠ থেকে গতকাল বুধবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। স্থানীয় ক্যাম্প পুলিশ নিখিলের সন্ধানের জন্য গতরাতে অভিযান চালায়। চাঁদাবাজরা তাকে অপহরণ করে থাকতে পারে বলে পরিবারের লোকজনের ধারণা।

এলাকাসূত্রে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামের নিরাময় হালদারের ছেলে নিখিল কুমার (৫০) একজন কাপড় ব্যবসায়ী। গতকাল তিনি সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরছিলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুর-হিঙ্গারপাড়ার সবুরপাড়া মাঠে পৌঁছুলে অপহৃত হন নিখিল। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছে, তা জানা না গেলেও তার পরিবারের লোকজন বলেছে বেশ কিছুদিন ধরে নিখিলের কাছে চাঁদাবজরা চাঁদার দাবিতে হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এ ব্যাপারে চুয়াডাঙ্গার সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ মফিজুর রহমান গতরাতে মাথাভাঙ্গাকে জানান, অপহরণের খবর শোনার পর মাঠে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।