স্টাফ রিপোর্টার: গত দুদিনে চুয়াডাঙ্গার তেমন কেও নির্বাচন অফিস থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম গ্রহণ করেননি। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হযেছে। আজ ও আগামী কাল দুদিনেই খুলনা বিভাগসহ ৩শ আসনেই আওয়ামী লীগ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।
চুয়াডাঙ্গা-১ আসনে কে পাচ্ছেন মনোনয়ন, তা নিয়ে যেমন নানা জল্পনা, তেমনই মেহেরপুর-১ আসনে দলীয় মনোনয়ন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। দুটি আসনেই বর্তমান সংসদ সদস্যসহ একাধীক ব্যক্তি দলীয় মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছে। অপরদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার ঘোষণা না দিলেও দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি মনোনয়নপত্র উত্তোলন করেন। হাবলু মোল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। অথচ সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে দলটি ঘোষণা করেছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে তারা দেশজুড়ে বিক্ষোভ করছে। এর মধ্যে কুষ্টিয়ায় এ নেতা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুললেন।