গাংনী ইউসিসিএ লিমিটেডের নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা বিআরডিবি আওতাধীন ইউসিসি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নির্বাচনে অনিয়মের অভিযোগে ইউসিসিএ লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশার দায়ের করা মামলায় গাংনী সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

দেওয়ানী কার্য্যবিধি আইনের অর্ডার ৩৯, রুল ১ এর নিষেধাজ্ঞা দরখাস্তসহ ১৫১ ধারায় দরখাস্ত দোতরফা শুনানী অন্তে গত ১০ জুলাই ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ৩০ আগস্ট নির্বাচন অনুষ্ঠান করতে না পারার জন্য গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি অন্তবর্তীকালীন আদেশ দেন আদালত। অত্র অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ শুধুমাত্র আগামী ৩০ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নতুন তফশীল অনুযায়ী সকলের অংশগ্রহণে নতুন নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আদেশ প্রযোজ্য হবে না।

মনোনয়ন ফরম জমা দিতে বাঁধাসহ নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৯ জুলাই মেহেরপুর জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন গাংনী ইউসিসি লিমিটেড গত নির্বাচনের বিজয়ী সভপতি জাহাঙ্গীর আলম বাদশা। মামলা প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিত তফশীলের ৩০ আগস্ট নির্বাচন অনুষ্ঠানে আদালতের নিষেধাজ্ঞা দেয়ায় তিনি সভাপতি পদে রয়েছেন। তাই সভাপতি হিসেবে আমি সংশ্লিষ্টদের সাথে আলাপ করে নতুন তফসিল ঘোষণা করবো।