চুয়াডাঙ্গা-মেহেরপুরে আসবেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী

নিম্ন আদালত পরিদর্শনে হাইকোর্টের বিচারকরা

স্টাফ রিপোর্টার: নিম্ন আদালতের বিচার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না তা খতিয়ে দেখতে যাচ্ছেন উচ্চ আদালতের বিচারকরা। এই খতিয়ে দেখার অংশ হিসেবে চলতি অবকাশে দেশের ৩১টি জেলার জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করবেন বিচারকরা। পরিদর্শনকালে মামলা নিষ্পত্তির হার, নোটিস জারি, মামলা পরিচালনার বিধি-বিধান সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি-না সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এছাড়া মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়েছে কিনা সেক্ষেত্রে নথিও পর্যালোচনা করবেন বিচারকরা। উক্ত আদালতসমূহ পরিদর্শন শেষে বিচারকরা প্রতিবেদন দাখিল করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে।

প্রসঙ্গত প্রতি তিন বছর পর পর প্রতিটি জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করে থাকেন হাইকোর্টের বিচারকরা। হাইকোর্টের রুলস অনুযায়ী নিম্ন আদালত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এটি করা হয়ে থাকে। পরিদর্শন শেষে প্রতিটি জেলা জজ আদালতের ওপর দেয়া প্রতিবেদন পর্যালোচনা করেন নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং কমিটি। হাইকোর্টের তিনজন বিচারককে নিয়ে এই কমিটি গঠিত। কমিটি ওইসব প্রতিবেদন পর্যালোচনা করে সমস্যা অনুযায়ী সমাধানের বিষয়টিও তুলে ধরেন। এরপর তা পুনরায় নিম্ন আদালতগুলোতে পাঠানো হয়ে থাকে।

সুপ্রিম কোর্টের চলতি অবকাশে হাইকোর্টের বিচারক বিচারপতি সালমা মাসুদ চৌধুরী টাঙ্গাইল, বিচারপতি জিনাত আরা হবিগঞ্জ ও মৌলভীবাজার, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রাজশাহী, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সিলেট ও সুনামগঞ্জ, বিচারপতি মো. আতাউর রহমান খান সিরাজগঞ্জ ও বগুড়া, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বরিশাল, ঝালকাঠি ও ভোলা, বিচারপতি মো. রেজাউল হক নোয়াখালী, বিচারপতি মো. শওকত হোসেন নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম, বিচারপতি এএনএম বসিরউল্লাহ জয়পুরহাট ও লালমনিরহাট, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী খুলনা ও বাগেরহাট, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ লক্ষ্মীপুর ও ফেনী, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী চুয়াডাঙ্গা ও মেহেরপুর, বিচারপতি কেএম কামরুল কাদের পটুয়াখালী ও পিরোজপুর, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া মানিকগঞ্জ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ ও উহার অধীনস্থ আদালতসমূহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, চিফ জুডিসিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসমূহ পরিদর্শন করবেন।

আজ রোববার থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ। তিনি বলেন, এসব আদালত পরিদর্শনকালে নিম্ন আদালতের বিচারকরা তাদের সমস্যা ও বিভিন্ন ত্রুটি বিচ্যুতি উচ্চ আদালতের বিচারকদের সামনে তুলে ধরেন। এর ফলে নিম্ন আদালতের যেসব সমস্যা থাকে তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন প্রধান বিচারপতি।