আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী ভোগাইল বগাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার হামিদ মিয়া স্মৃতি ফুটবলের উদ্বোধন করা হয়েছে। খেলায় সভাপতিত্ব করেন হাফিজুর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মদ বাবলু। খেলা পরিচালনা করেন টুটুল আহম্মদ, রনি আহম্মদ ও আকাশ মিয়া। এনায়েতপুর একাদশকে ৩-১ গোলে পরাজিত করে বোয়ালমারী একাদশ জয়ী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের ৬ নং সদস্য আশাবুল হক ঠাণ্ডু, সংরক্ষিত সদস্য কাজল রেখা, উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাজেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোয়েব, নেজাদ আশরাফি সোহান মিয়া, আরিফুজ্জামান আরিফ, মিলন, আরিফুল ইসলাম, জিয়া, ইলিয়াস, হাসিবুল, ওলিদ হাজি, আজিজুল, মজিবুর, মুজাম, মান্নান, রিপন, মনিরুল, রুলামিন, রফিকুল, ইদ্রিস, খালেক মণ্ডল, সাজ্জাদ, ইকরামুল, জমসেদ শাহিন, বাদল প্রমুখ