এবার সানিকে দায়ী করে নাসরিনের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার: এবার আরাফাত সানিকে দায়ী করে সুইসাইডের চেষ্টা করেছেন তার স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা। ‘আমার মৃত্যুর জন্য সানি দায়ী’ এমন এক সুইসাইডাল নোট লেখে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় ঘুমের ওষুধ খেয়ে নাসরিন আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানীর রেনেসা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সুইসাইডাল নোটে নাসরিন লিখেছেন, ‘আব্বা-মা, আল্লাহর রহমতে দুই হাত জোর করে তোমাদের অনুরোধ করতেছি, দয়া করে আমাকে হসপিটালে নিও না। আল্লাহর দোহাই লাগে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিছো, আর নিও না। মরার পর মাটি দিও, কিন্তু হসপিটালে নিও না প্লিজ। এতো অপমান সহ্য না করে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ আমাকে মরতে দাও। বিথী, কফিনের লকের পাসওয়ার্ড… কফিনে ও ড্রয়ারের পার্সে (পাশে) সব ফাইল ও কাগজপত্র আছে। মেইক শিওর দ্যাট সানির (নিশ্চিত করো যেন সানির) উচিৎ শাস্তি ও বিচার হয়। ইট ইজ নট সুইসাইড, ইট’স মার্ডার। আমার আজকের এই অবস্থার জন্য শুধু সানি দায়ী। আল্লাহ যাতে ওর বিচার করে। আমার মৃত্যুর জন্য সানি দায়ী।’ এদিকে নাসরিনের আত্মহত্যা চেষ্টার বিষয়ে সানির মা নারগিস আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টা আমরা শুনেছি। প্রসঙ্গত, ফেসবুকে অশ্লীল ছবি ছড়ানোর দায়ে সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা এবং যৌতুক আইনের ৪ ধারায় মামলা করেন নাসরিন। এছাড়া যৌতুকের জন্য মারধরের অভিযোগে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে আরও একটি মামলা করেন তিনি। এসব মামলায় অর্ধশত দিন কারাগারে কাটানোর পর ওই নাসরিনের অনাপত্তিতে ১৫ মার্চ জামিনে মুক্ত হন আরাফাত সানি।