স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের আড়িয়ারচক গ্রাম জামে মসজিদের ইমাম মিজানুর রহমানের বিরুদ্ধে রাতের আঁধারে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। তবে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিয়ে না এনগেজমেন্ট বলে দাবি করেছে।
গ্রামবাসীর অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে তিতুদহ ইউনিয়নের আড়িয়ারচক গ্রামের প্রবাসী জামালের নাবালিকা মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী রতনা খাতুনের বিয়ে হয় একই গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে লালচান মিয়ার সাথে। বিয়ে পড়াতে কোনো কাজি রাজি না হলেও মোটা অঙ্কের টাকা পয়ে গ্রামের জামে মসজিদের ইমাম মিজানুর রহমান বিয়েটি পড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন ইমাম একজন সচেতন মানুষ হয়ে সামান্য কটা টাকার জন্য বাল্যবিয়ে পড়ালেন? এ ব্যাপারে রতনার মামা শুকুর আলী বলেন, বিষয়টি বাদদেন। এটা বিয়ে না এনগেজমেন্ট।