স্টাফ রিপোটার: পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষর বিরুদ্ধে আদালতে ছিনতাই মামলা দায়ের করার পর পুলিশী তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্প ইনর্চাজ এসআই লিটন গাজী ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন কালে সাক্ষীগণের জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পায়নি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে আব্দুর রশিদ বাদী হয়ে গত ৩০ জুলাই প্রতিবেশী নুর হোসেনের ছেলে সালাউদ্দিন ও তার ছেলে জাহিদুল ইসলামের বিরুদ্ধে মারধোর করে টাকা ছিনতাই করার অভিযোগ তুলে চুয়াডাঙ্গা আমলী আদালতে নালিশী পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসিকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসির আদেশ পেয়ে অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী তদন্ত শুরু করেন। তিনি সরেজমিনে তদন্তকালে বাদী, সাক্ষীগণের জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরির্দশন করে অভিযোগের সত্যতা পাননি। পুলিশী তদন্তে পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে বাদী এ ধরনের অভিযোগ আদালতে দাখিল করেছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি। অভিযোগটি আরও অধিকতর তদন্ত করে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।