দামুড়হুদার বাড়াদি বিজিবির চোরাচালান বিরোধী সফল অভিযান

ইয়াবাসহ দু মাদক কারবারীকে আটক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বাড়াদি বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ ওসমান (৪০) এবং বেল্টু (২৫) নামের দু মাদককারবারীকে আটক করেছেন। সেই সাথে জব্দ করেছেন চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। আটক ওসমান দর্শনা জয়নগর গ্রামের দয়াল মণ্ডলের ছেলে এবং বেল্টু একই গ্রামের ইয়ার আলীর ছেলে। গত বুধবার বিকেলে বাড়াদি বিওপির টহল কমান্ডার নায়েক কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নাস্তিপুর গ্রামের পাঁকারাস্তার ওপর টহল ডিউটি করাকালীন ওই দু মাদক কারবারীকে ইয়াবা ট্যাবলেটসহ পাঁকড়াও করেন। তিনি বাদী হয়ে ওই দু জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত মালামালসহ আসামিদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) অধিনায়ক মুহাম্মদ লুৎফুল কবীর গতকাল বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।