বরগুনায় শিক্ষিকা ধর্ষনের ঘটনায় দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি পেশ

 

দামুড়হুদা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় শ্রেণিকক্ষে শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্টমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক স্বরুপ দাসের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের কাছে ওই স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক হারুন-অর রশিদ জুয়েল, প্রধান শিক্ষক এলিজাবেদ আরতী হালসনা, কুতুব উদ্দীন, হেলেনা পারভীন, শ্রী নারায়নচন্দ্র পাল, হারুন অর রশিদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, মেরিনা পারভীন, শফিকুল ইসলাম, সূপর্ণা দাস, আল হেলাল রাজা, মফিজুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ। এছাড়া গত বুধবার উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালোব্যাচ ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট বরগুনা জেলার বেতাগী উপজেলায় স্কুলভবনে স্বামীর সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা গণধর্ষণের শিকার হন। ওই শিক্ষিকার সম্প্রতি ভারতে বিয়ে হয়েছে। তার স্বামী ঘটনার দুদিন আগে বাংলাদেশে আসেন। ঘটনার দিন স্কুল ছুটির পর স্কুলভবনে বসে তারা আলাপ করছিলেন। এ সময় বাইরে থেকে কিছু বখাটে তাদের উত্যক্ত করছিলো। এক পর্যায়ে ওই শিক্ষিকা স্কুলের মূলগেট বন্ধ করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে বখাটেরা জোরপূর্বক স্কুলভবনে ঢুকে স্বামীকে প্রচণ্ড মারধর করে এবং তার সামনেই ওই শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ করে লম্পট বখাটের দল।