দেশের টুকরো

ভেজাল সিরাপে ২৮ শিশুর মৃত্যু : দুই কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার: রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তারা হলেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপপরিচালক আলতাফ হোসেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে স্বাস্থ্য সচিব এ তথ্য অবহিত করেন। এর আগে বুধবার স্বাস্থ্য সচিবের দেয়া এ সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ না করে তাকে বৃহস্পতিবার হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের আদেশ দেন। আদালত শিশু মৃত্যুর ঘটনায় তদন্তে গাফিলতি করা দুই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়ার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য স্বাস্থ্য সচিবকে তলব করেছিলেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।এর আগে মনজিল মোরসেদ বলেন, রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় আদালতের রায়ে ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে অবহেলার বিষয়টি উঠে আসার পর তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানতে চেয়েছিলেন হাইকোর্ট।

দুদকের মামলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হাসান মোহাম্মদ খালেদুল হক নামে (৩৫) সোনালী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। দুদক কর্মকর্তারা জানান, খালেদুল হক সোনালী ব্যাংকের তানোর উপজেলা শাখায় থাকাকালে ওই শাখার আইটি কর্মকর্তা নাজির হোসেনের সাথে যোগসাজশ করে ১৮ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন। অন্যদিকে সোনালী ব্যাংক তানোর শাখার আইটি কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) নাজির হোসেন নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার ও ব্যাংক হিসাবের রেকর্ডপত্র পরিবর্তন করে ৪১ লাখ ৪৬ হাজার টাকা আত্মসাৎ করেন। এসব ঘটনা জানাজানির পর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ হাসান খালেদুল হককে শাস্তিমূলক হিসেবে ব্যাংকের রাজশাহীস্থ প্রধান কার্যালয়ে সংযুক্ত করে এবং নাজির হোসেনের বিরুদ্ধে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত ও থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পরই থেকে গ্রেফতার এড়াতে নাজির হোসেন আত্মগোপনে চলে যান।

ইলিশের জিআই নিবন্ধন সনদ মত্স্য অধিদফতরে

স্টাফ রিপোর্টার: ইলিশ বাংলাদেশের ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলো। গতকাল বৃহস্পতিবার মত্স্য অধিদফতরের মহাপরিচালকের হাতে এ সনদ তুলে দেয়া হয় বলে জানিয়েছেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার মো. সানোয়র হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। ইলিশ বাংলাদেশের দ্বিতীয় পণ্য হিসেবে জিআই সনদ পেলো। এর আগে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস অনার্স পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রি পাস ও ২০১৬ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করা হলো হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।