স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ও ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় পানির লাইন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পুরাতন সাহিত্য পরিষদের সামনে থেকে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। এ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা শহরে পাইপ লাইনের মাধ্যমে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত পানি সরবরাহের কাজ করা হবে বলে প্রকল্পসূত্রে জানা গেছে।
উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবীর ভুইয়া, উপসহকারী প্রকৌশলী নজিবর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী এএইচএম সাহিদুর রশীদ, চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক মুক্তা, যুবলীগ নেতা ইমরান শেখ, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ইছানুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা ইব্রাহিম শেখ ইমরান, নাটুদা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমন খান, ছাত্রলীগ নেতা ফিরোজ আলম, ঈমন, মেরাজ ও আকবরসহ আরও অনেকে।