কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলায় সৎ পিতা মনিরুল ইসলামের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, খড়ি কুড়ানোর নাম করে ২০১৬ সালের ২৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুরের বাজিতপুর দাড়ীয়ার মাঠে মেহগনির বাগানে তার সৎ পিতা মনিরুল ইসলাম মেয়েকে ধর্ষণ করে। সেখানে শিশুর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ধর্ষক মনিরুল পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শিশুর পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, মামলাটি দীর্ঘ শুনানী শেষে আজ বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতের কাঠগড়ায় আসামি মনিরুল উপস্থিত ছিলো।