আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের ২টি বেকারীসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার খাদ্য দ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যতরি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে এই জরিমানা করা হয়।
জানা গেছে, গতকাল দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক আলমডাঙ্গা শহরের ২টি বেকারী ও দু মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাদ্যদ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে শহরের চারতলার মোড়ে অবস্থিত মর্ডান বেকারীর মালিক আনোয়ার হোসেনকে ৬ হাজার, হাইরোডের মামুন বেকারীর মালিক রাহেলা বেগমকে ৩ হাজার ও একই স্থানের শিমুল স্টোরের মালিক শিমুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সহকারী পরিচালক সুচন্দন ম-ল। চুয়াডাঙ্গা জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও আলমডাঙ্গা থানার এএসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।