দামুড়হুদায় সোলার ল্যাম্পপোস্ট উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর
দামুড়হুদা প্রতিনিধি: দিনে সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে তা রাতের রাস্তাও আলোক উজ্জ্বল করার এ কর্মসূচি দামুড়হুদাসহ সর্বত্র বাস্তবায়ন করা হবে। এলাকাবাসীর সহযোগিতার ধারা অব্যহত থাকলে এ ধরনের নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে এলাকাকে দেশের মডেলে রূপান্তর করা হবে।
দামুড়হুদায় সড়কে সোলার ল্যাম্পপোস্ট কার্যক্রমের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উপরোক্ত মন্তব্য করেন। গতকাল সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। তার সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। কৃষি, স্বাস্থ্য শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুত’ এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে। দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে চিৎলা হাসপাতালমোড় পর্যন্ত সড়কের ধারে ধারে সোলার ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু করা হয়েছে। পরবর্তীতে জীবননগর উপজেলাতেও শুরু করা হবে। কারণ সড়কের দু ধারে আলো থাকলে একদিকে যেমন রাস্তায় ছিনতাই রাহাজানি বন্ধ হবে অপরদিকে এলাকার আইনশৃঙ্খলাও ভালো থাকবে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকার সকল সড়কেই সোলার ল্যাম্পপোস্ট বসানো হবে। এ ছাড়া আগামী শীত মরসুমের মধ্যেই এলাকার সকল কাঁচারাস্তা পাঁকাকরণ করা হবে বলেও জানান তিনি।
দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ মালিক সুপার মার্কেটে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। নাজির হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি রবিউল হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, মমিনুল হক মাস্টার, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম, মালিক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগা, উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, আবুল হাশেম মেম্বার, শাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগরের বরাদ্দকৃত অর্থে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বাজার এলাকাসহ সড়কের দু ধারে সোলার ল্যাম্পপোস্ট বসিয়ে ভুতুড়ে অন্ধকার তাড়াতে সোলার ল্যাম্পপোস্ট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাইরে থেকে লোকজন এসে দেখলেই বুঝতে সক্ষম হবে এলাকার অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তারাও এ উদ্যোগকে সাধুবাদ জানাবেন। তিনি জেলার সকল নাগরিকের প্রতি ভালো কাজে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আরও বলেন, আগামী ৯ সেপ্টেম্বর জেলার ৪ উপজেলায় একযোগে একই দিনে একই সময়ে ৫ লাখ গাছের চারা রোপণ করা হবে। তিনি ওই মহতি কাজে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে এমপি আলী আজগার টগর সুইচ টিপে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সহকারী সাইফুর রহমান মালিক।