টিপ্পনী

 

খবর: (আলমডাঙ্গার ডাউকি গ্রামে ধর্ষণের অপচেষ্টা, তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ)

 

ঝাঁপ দিয়ো না জলে

পড়বে যাঁতা কলে

ডুবে যাবা এক্কেবারে

গভীর পানির তলে।

 

মনটা কেমন করে

উঠলে পরের ঘরে

ছাতার মাথা খেয়ে এখন

কাঁপছো কেন জ্বরে?

 

একটু দাঁড়াও থামো

অমন কেন ঘামো

ঠাণ্ডা হতেই বাবাজিরা

তাই কি জলে নামো।

 

-আহাদ আলী মোল্লা